চতুর্থ দিনের শুরুতে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেই চাপ সামলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি ও লিটন দাস। তবে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় রাব্বিকে। তাঁর বদলি (কনকাশন সাব) হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নেমে ভালো শুরুর পরও বাজে শট খেলে আউট হয়ে যান সোহান। সোহানের সেই শটই বাংলাদেশকে বিপদে ফেলেছে বলে মনে করেন কোচ রাসেল ডমিঙ্গো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসেন কোচ ডমিঙ্গো। সেখানে ভালো অবস্থায় থাকার পরও সোহানের বাজে শটে দল ডুবেছে বলে মন্তব্য করেন তিনি, ‘আমি মিডিয়াতে খেলোয়াড়দের নিয়ে সমালোচনা করতে চাই না। তবে আমার মনে হয় এর আগে (সোহান আউট হওয়ার আগে) কিছু মোমেন্টাম পেয়েছিলাম। আমার ধারণা আমরা ম্যাচে এগিয়েও ছিলাম। ৪ উইকেট হাতে নিয়ে আমরা তখন ১৯৬ রানে এগিয়ে ছিলাম।’
ভালো অবস্থায় থাকার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারায় হতাশ ডমিঙ্গো আরও বলেন, ‘দুই ব্যাটার ভালো অবস্থায় ছিল। যদি সেই জুটি আরও ৪-৫০ রান করতে পারত, তবে আমরা পাকিস্তানকে চাপে ফেলতে পারতাম। দিন শেষ হওয়ার আগে পাকিস্তান তখন এক ঘণ্টার মতো খেলতে পারত। আপনি যদি সোহানকেও জিজ্ঞেস করেন, তবে সেও বলবে সেই শটটা ও আর খেলবে না। এই শট খেলে সে নিজেকে ও দলকে নিচে নামিয়েছে।’