নিজের ফুটবল ক্যারিয়ার এতই উজ্জ্বল যে এই উজ্জ্বলতার ছায়ায় অনেকে হারিয়েই যায়। কিন্তু নিজে তো আসলে কেবল তারকাই নন, এক উজ্জ্বল দৃষ্টান্তও। খেলোয়াড়ি জীবনে খেলেছেন বিশ্বের সেরা সব ক্লাবে। আর সাফল্যও ধরা দিয়েছে একই রকম। কিন্তু নিজের খেলোয়াড়ি সফলতার ধারে-কাছেও ভিড়তে পারছেন না তাঁর সন্তানেরা।
বলছিলাম ডেভিড বেকহামের কথা। দোর্দণ্ড প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গ্যালাকটিকোসের রিয়াল মাদ্রিদ। এসি মিলান থেকে প্যারিস সেন্ট জার্মেই। এবং শেষ বয়সে এসে এলএ গ্যালাক্সি। সবখানেই নিজ মহিমায় উজ্জ্বল ডেভিড বেকহামের ছেলের ফুটবল ক্যারিয়ার বলতে গেলে আলোর নিচে অন্ধকারের মতো।
বড় ছেলে ব্রুকলিন বোধ হয় এ জন্যেই ফুটবলে জড়াননি। ছোট ছেলে রোমিও বেকহাম অবশ্য বাবার পথেই যেতে চাইছেন। আর্সেনালের যুব দল থেকে যোগ দিয়েছিলেন বাবার মালিকানাধীন ইন্টার মায়ামিতে। মূল দলে জায়গা না পেলেও দ্বিতীয় দলে খেলেছেন নিয়মিত। এবার যুক্তরাষ্ট্র ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের বি দলে যোগ দিয়েছেন রোমিও। বি দলের হয়ে শুরুও করেছেন অনুশীলন। এমনটিই জানিয়েছে ইংলিশ গণমাধ্যম। ২০ বছর বয়সী এই ফুটবলার ফুলব্যাক, উইঙ্গার ও ফরোয়ার্ডের মতো একাধিক পজিশনে খেলতে অভ্যস্ত। যুক্তরাষ্ট্র ছেড়ে ইংল্যান্ডে মূল দলের হয়ে খেলতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।