ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির খ্যাতি তো বিশ্বজোড়া। একের পর এক শিরোপা জয়, রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছেন আরেক মেসি। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরিও আছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আর্জেন্টিনা দলে।
বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সামনে রেখে গত রাতে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে চোটে পড়ায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। আক্রমণভাগে আছেন ইতালির কোমো ১৯০৭ ক্লাবের নিকোলাস পাজ, ম্যানচেস্টার সিটির এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোর মতো তরুণরা আছেন এই দলে। এচেভেরি কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৬ গোল করেছিলেন।
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা বাছাইপর্বের দলে আছেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। এমি মার্তিনেজ মেজর টুর্নামেন্টে কয়েকবার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। বাজপাখির মতো প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। রক্ষণভাগে আছেন নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকারা।
আর্জেন্টিনার মাঝমাঠটাও বেশ শক্তিশালী। লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলদের সঙ্গে আছেন দিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো সিমিওনে। দিয়েগো আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে কাজ করছেন। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আক্রমণভাগে পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজের মতো তারকারাও থাকছেন।
🇦🇷 The pre-list for the next two games against Uruguay and Brazil for the 𝟮𝟬𝟮𝟲 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 𝙌𝙪𝙖𝙡𝙞𝙛𝙞𝙚𝙧𝙨! 📝 pic.twitter.com/BFPDhI62oz
— Selección Argentina in English (@AFASeleccionEN) March 2, 2025
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ১২ ম্যাচে ৮ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। দুই ও পাঁচে থাকা উরুগুয়ে ও ব্রাজিলের পয়েন্ট ২০ ও ১৮। তারা প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে।
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ৩৩ সদস্যের দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া
লিওনেল মেসির খ্যাতি তো বিশ্বজোড়া। একের পর এক শিরোপা জয়, রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছেন আরেক মেসি। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরিও আছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আর্জেন্টিনা দলে।
বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সামনে রেখে গত রাতে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে চোটে পড়ায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। আক্রমণভাগে আছেন ইতালির কোমো ১৯০৭ ক্লাবের নিকোলাস পাজ, ম্যানচেস্টার সিটির এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোর মতো তরুণরা আছেন এই দলে। এচেভেরি কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৬ গোল করেছিলেন।
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা বাছাইপর্বের দলে আছেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। এমি মার্তিনেজ মেজর টুর্নামেন্টে কয়েকবার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। বাজপাখির মতো প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। রক্ষণভাগে আছেন নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকারা।
আর্জেন্টিনার মাঝমাঠটাও বেশ শক্তিশালী। লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলদের সঙ্গে আছেন দিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো সিমিওনে। দিয়েগো আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে কাজ করছেন। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আক্রমণভাগে পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজের মতো তারকারাও থাকছেন।
🇦🇷 The pre-list for the next two games against Uruguay and Brazil for the 𝟮𝟬𝟮𝟲 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 𝙌𝙪𝙖𝙡𝙞𝙛𝙞𝙚𝙧𝙨! 📝 pic.twitter.com/BFPDhI62oz
— Selección Argentina in English (@AFASeleccionEN) March 2, 2025
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ১২ ম্যাচে ৮ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। দুই ও পাঁচে থাকা উরুগুয়ে ও ব্রাজিলের পয়েন্ট ২০ ও ১৮। তারা প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে।
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ৩৩ সদস্যের দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
৩৫ মিনিট আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে