Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

দলীয় পারফরম্যান্সে খুশি রোনালদো

ক্রীড়া ডেস্ক

দলীয় পারফরম্যান্সে খুশি রোনালদো

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা যা পারেননি, তা-ই করিয়ে দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের দুর্দান্ত ছন্দটাই ক্লাব ফুটবলে টেনে এনেছেন পর্তুগিজ তারকা। শুধু ছন্দটাই টেনে আনেননি, যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন তিনি। 

আন্তর্জাতিক বিরতির সময় দেশের হয়ে সর্বশেষ দুই ম্যাচেই জোড়া গোল করেছেন রোনালদো। গতকালও তাই করেছেন পাঁচবারের ব্যালন ডি-অর বিজয়ী। সব মিলিয়ে দলের দুর্দান্ত জয়ে তিনি খুশি। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের গোল উদ্‌যাপনের ট্রেডমার্ক ছবির সঙ্গে সতীর্থদের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে আমরা এগিয়ে যাচ্ছি।’ 

জাতীয় দলের হয়ে যেমন সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন, ঠিক তেমনি ক্লাবের হয়েও শেষ দুই ম্যাচে গোল পেয়েছেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগে আবহার বিপক্ষে একটি গোল করলেও গতকাল জোড়া গোল করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তাঁর জোড়া গোলের রাতে প্রতিপক্ষ আল আদহাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। দলের হয়ে জোড়া গোল করেছেন তালিসকাও আর অন্যটি করেছেন আয়মান ইয়াহিয়া। 

আল আদহাকে নিজেদের মাঠেই বিধ্বস্ত করে পয়েন্ট তালিকায় ব্যবধানও কমিয়ে এনেছে আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে তারা। ২২ ম্যাচে ৫৩ পয়েন্টে সবার ওপরে ইতিহাদ। আর সমান ম্যাচে ৫২ পয়েন্টে দুইয়ে রোনালদোরা।

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা