ক্রীড়া ডেস্ক
ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’
ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
১ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে