আল নাসরের সঙ্গে চুক্তি করেই ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, ক্লাবের হয়ে খেলতে তর সইছে না তাঁর। সৌদি ক্লাবটিতে বরণের দিনও জানিয়েছিলেন, খেলতে উন্মুখ হয়ে আছেন তিনি। কিন্তু অভিষেক ম্যাচের জন্য বাধা হয়ে দাঁড়ায় কিশোর ভক্তের মোবাইল বিতর্ক।
প্রিমিয়ার লিগে ভক্তের মোবাইল ভাঙায় রোনালদোর ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেই অভিষেক ম্যাচে খেলতে নামবেন তিনি।
ফলে অপেক্ষার পালা শেষ হওয়ার প্রহর গুনেছেন এখন পর্তুগিজ তারকা। কিন্তু নির্বাসন শেষ হলেই যে খেলতে পারবেন, এমন নিশ্চয়তা নেই।
কেননা এখন পর্যন্ত আল নাসরের নিবন্ধিত খেলোয়াড়ই হতে পারেননি রোনালদো। ‘কোটা’ জটিলতার সমস্যায় পড়েছেন তিনি। সর্বোচ্চ আটজন বিদেশি ফুটবলারকে দলে নিতে পারে সৌদি ক্লাবগুলো। সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে নবম ফুটবলার হিসেবে চুক্তিবদ্ধ করেছে আল নাসরে। এখন একজন বিদেশি ফুটবলারকে বাদ না দেওয়া পর্যন্ত সিআর সেভেনকে স্কোয়াডে রাখতে পারবে না ক্লাবটি। এতে করে তাঁর অভিষেক আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে আল নাসরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল এএফপিকে জানিয়েছেন, ‘আল নাসরে এখনো রোনালদোকে নিবন্ধিত করতে পারেনি।
কারণ, বিদেশি ফুটবলার তালিকায় কোনো খালি জায়গা নেই। তাকে নিবন্ধিত করতে অবশ্যই একজন বিদেশি ফুটবলারকে বাদ দিতে হবে। অন্যথা কাউকে বিক্রি করে কিংবা দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মীমাংসা টেনে।’
তবে খুব শিগগির এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্লাবটির আরেক বেনামি সূত্র। তিনি জানিয়েছেন, ‘একজন খেলোয়াড়কে বিক্রির বিষয়ে সমঝোতা চলছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা।’
রোনালদোকে জায়গা দিতে সম্ভবত উজবেকিস্তান মিডফিল্ডার জালোলিদ্দিন মাশরিপভকে বাদ দিতে পারে আল নাসরে। এই দুজন বাদে বাকি সাত খেলোয়াড় হচ্ছেন কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনা, ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার লুইস গুস্তাভো, অ্যাটাকিং মিডফিল্ডার তালিসকা, স্পেনের সেন্টার ব্যাক আলভারো গঞ্জালেজ, আইভরি কোস্টের লেফট ব্যাক ঘিসলাইন কোনান, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার পিটি মার্তিনেজ ও ক্যামেরুনের ফরোয়ার্ড ভিনসেন্ট আবুবকর।