Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

এবার আর্জেন্টিনা ম্যাচের টিকিটের কাটতি সবচেয়ে বেশি

ক্রীড়া ডেস্ক

এবার আর্জেন্টিনা ম্যাচের টিকিটের কাটতি সবচেয়ে বেশি

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে সমর্থকদের উন্মাদনার একটা বড় অংশ জুড়ে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা। এদিকে আবার লিওনেল মেসির এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই  আর্জেন্টিনার ম্যাচগুলো সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে চায় তারা। আর্জেন্টিনা ম্যাচের টিকিটের কাটতিই তাই এবার সবচেয়ে বেশি। 

গতকাল শুক্রবার বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্যই সবচেয়ে বেশি  সমর্থকদের আবেদন পড়েছে। ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ সিতে আছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। এই তিন দলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে  শীর্ষে রয়েছে। তাছাড়া  ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

আর্জেন্টিনার বন্যার্তদের জন্য প্রাণ কাঁদছে মেসির

ভারত ম্যাচের আগে জাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি