Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

মেসিকে ঘিরে আর্জেন্টিনাকে নিয়ে রোমাঞ্চিত আগুয়েরো

ক্রীড়া ডেস্ক

মেসিকে ঘিরে আর্জেন্টিনাকে নিয়ে রোমাঞ্চিত আগুয়েরো

বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে থাকতে পারতেন আগুয়েরো। কিন্তু হৃদ্রোগ কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন। কাতারে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আগুয়েরো বলেন, ‘সময়ের সঙ্গে মেসি এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। মেসি যদি শতভাগ খেলতে পারে, সেটা (প্রতিপক্ষের জন্য) বিধ্বংসী ব্যাপার হবে। তবে মেসি ৬০-৭০ শতাংশ খেলতে পারলেও সেটাও আর্জেন্টিনার জন্য দারুণ ব্যাপার হবে। দল তাকে দারুণভাবে সহায়তা করবে। যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’ 

মেসিকে ঘিরেই রোমাঞ্চিত অনুভব করছেন জানিয়ে আগুয়েরো বলেন, ‘এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। যেখানে মেসিও আছে। মানুষের অনেক প্রত্যাশা। তবে সর্বোচ্চ চাওয়া হচ্ছে ট্রফি নিয়ে আসা। লিও (মেসি) আমাদের রোমাঞ্চিত করছে।’ 

কোচ লিওনেল স্কালোনির অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। স্কালোনিই আর্জেন্টিনাকে বদলে দিয়েছে বলে মনে করেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে খেলা দল ছিল। তবে এখন ব্যাপারটা হলো, তারা খুব বেশি আক্রমণে যায় না। স্কালোনি সবকিছু বদলে দিয়েছে। আর্জেন্টিনা দলে এখন ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়েরা এখন খুব বেশি বল ধরে রাখে না, যখন রাখে তখন প্রতিপক্ষকে ভালোই বিপদে ফেলতে পারে।’

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক