Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনা কোচ

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কী সংখ্যায়, লিওনেল মেসির ভক্ত কত—এটি হলফ করে বলা কঠিন। কারণ, সংখ্যাটা এতই বেশি। ফুটবল বিশ্বকাপ হলে বাংলাদেশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই ভাগে। একটা দেশ বিশ্বকাপ খেলে না কিংবা বিশ্বকাপ থেকে এক ‘আলোকবর্ষ দূরে’ অথচ তাদের দেশে রয়েছে বিপুলসংখ্যক আর্জেন্টিনার সমর্থক, এতে অবাক স্বয়ং আকাশি-সাদারাই। 

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থকদের এই ভালোবাসার ধন্যবাদ দিয়েছে টুইট করে, ফটোশপে সম্পাদনা করে মেসির হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে। আজ দোহায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও এল বাংলাদেশ-প্রসঙ্গ। 

 আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আমরা জানি আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার মাত্রা কতটা। গতকাল এএফএ যেমন টুইট করেছে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে। অন্য দেশেও যখন আর্জেন্টিনার প্রতি এতটা ভালোবাসা, উন্মাদনা থাকে, কেমন লাগে বিষয়টা?

উত্তরে স্কালোনি ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের, ‘আমি রোমাঞ্চিত। অনুভূতি, অনুভূতিটা হচ্ছে, অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত। আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, তবে অনেক কিছু হতে পারে। তবে অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক