ক্লাব ক্যারিয়ারে এমন কীর্তি গড়লেও দেশের হয়ে রেকর্ডটি ছিল না লিওনেল মেসির। সাবেক বার্সেলোনা তারকা মেসি ক্লাব ফুটবলে ৫ গোলের রেকর্ডটি করেছিলেন ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে।
গত রাতে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে সবকটিই করেছেন আর্জেন্টাইন জাদুকর। আপতত আর সামনে ম্যাচ নেই মেসিদের। এবার তাই তাঁকে দ্রুত বাড়ি ফিরতে বলেছেন স্ত্রী আন্তোলেনা রোকুজ্জো।
ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ব্যস্ত সময় পার করেন ফুটবলারেরা। ক্লাব মৌসুম শেষ হতে না হতেই জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে পড়তে হয়েছে মেসিদের। সে কারণে একটুখানি বিশ্রামের ফুসরতও মেলেনি তাঁর।
পরিবার থেকে দীর্ঘদিন দূরে আছেন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে জয়ের পর পিএসজি তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তিন সন্তান ও স্ত্রী আন্তোলেনা রোকুজ্জোর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে মিস করি রোকুজ্জো, সঙ্গে ওদেরকেও (সন্তানদের)।’উত্তরে রোকুজ্জো লিখেছেন, ‘অনেক হয়েছে, এখন দ্রুত বাড়িতে এসো। আমরাও তোমাকে মিস করছি।’