Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য ‘ভয়ংকর’

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য ‘ভয়ংকর’

২০১৯ সালে রিয়াল মাদ্রিদে আসেন সুইডিশ নারী ফুটবলার কোসোভারে আসলানি। তবে রিয়ালে তিন মৌসুমের বেশি টিকতে পারছেন না কোসোভারে। প্রস্তুতি নিচ্ছেন রিয়াল ছেড়ে যাওয়ার। 

তবে যাওয়ার আগে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন কোসোভারে। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের দাবি, রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য মোটেও ভালো নয়। 

দলে আসার পর ২০২০-২১ মৌসুমে রিয়ালের সেরা খেলোয়াড় ছিলেন কোসোভারে। এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি। 

যাওয়ার আগে ক্লাবের বিরুদ্ধে এনেছেন বেশ কিছু অভিযোগ। কোসোভারের দাবি, রিয়াল কর্তৃপক্ষ খেলোয়াড়দের চোট নিয়েও খেলতে বাধ্য করে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ক্লাবের সংস্কৃতি খেলোয়াড়দের জন্য ভয়ংকর ও অস্বাস্থ্যকর। আমাকে রীতিমতো চোট নিয়ে খেলতে বাধ্য করা হয়েছে।’

ভোগ ম্যাগাজিনের স্ক্যান্ডিনেভিয়ান সংস্করণে আসলানিকোসোভারে আরও বলেছেন, ‘ম্যানেজমেন্ট চিকিৎসকদের কথা শোনে না। এটা খুবই বিপজ্জনক ব্যাপার। শুরু থেকে ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি। তবে আমি লক্ষ্য করেছি ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ভালো আচরণ করে না।’

কোসোভারে নিজেও পরিবর্তনের চেষ্টা করেছেন জানিয়ে বলেছেন, ‘যেহেতু কেউ কথা বলছে না, তাই আমার জন্য কথা বলা জরুরি ছিল। আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি। কিন্তু এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, কেউ আমাদের কথা কানে নেয় না।’ 

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক