Ajker Patrika
হোম > প্রযুক্তি

স্টারলিংকের মাধ্যমে সম্প্রচার হবে ইনভেস্টমেন্ট সামিট: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্টারলিংকের মাধ্যমে সম্প্রচার হবে ইনভেস্টমেন্ট সামিট: বিডা চেয়ারম্যান
রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্প্রচার আয়োজন করা হবে।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে।’

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা, স্যামসাংসহ ৫০টি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী।’

তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ।’

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় তিন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো-বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’

যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প

শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব