Ajker Patrika

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

অনলাইন ডেস্ক
এখন রিলস ভিডিও দ্বিগুণ গতিতে দেখতে পারবেন। ছবি: সংগৃহীত
এখন রিলস ভিডিও দ্বিগুণ গতিতে দেখতে পারবেন। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য গত বৃহস্পতিবার একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। ইনস্টাগ্রামের রিলস ভিডিও দেখার ক্ষেত্রে এই ফিচার বিশেষভাবে সুবিধা প্রদান করবে। কারণ নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন রিলস ভিডিওগুলো দ্রুত ফাস্ট-ফরওয়ার্ড করতে পারবেন।

টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে ইনস্টাগ্রাম বিভিন্ন ফিচার যুক্ত করছে। বিগত কয়েক বছরে টিকটক ও ইনস্টাগ্রাম রিলস উভয় প্ল্যাটফর্মেই ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে এসব ভিডিও মাত্র ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের হতে পারত, এখন তা কয়েক মিনিটেরও হতে পারে। তাই ভিডিওগুলো স্কিপ বা ফাস্ট-ফরওয়ার্ড করার প্রয়োজন অনুভব করছেন কিছু ব্যবহারকারী।

টিকটক ইতিমধ্যে ভিডিওতে ফাস্ট-ফরওয়ার্ড অপশন যুক্ত করেছে, আর এখন ইনস্টাগ্রামও রিলসে একই ধরনের ফিচার যুক্ত করেছে। যাঁরা এই আপডেট পেয়ে গেছেন, তাঁরা এখন রিলস ভিডিও দ্বিগুণ গতিতে দেখতে পারবেন। ভিডিও দেখার সময় স্ক্রিনের একপাশে চাপ দিয়ে তাঁরা ভিডিও দ্রুত ফাস্ট-ফরওয়ার্ড করতে পারবেন।

যদিও কিছু ব্যবহারকারী এই নতুন ফিচারকে স্বাগত জানাতে পারেন। তবে কিছু কনটেন্ট ক্রিয়েটর এই ফিচার নিয়ে বেশ সংশয়ে থাকবেন। কারণ এই ছোট ভিডিও ফরম্যাটে এমনিতেই ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখা কঠিন। তাই ফিচারটি কনটেন্ট দেখার সময়কে প্রভাবিত করতে পারে।

এদিকে, ইনস্টাগ্রাম একটি নতুন মোবাইল ভিডিও এডিটর অ্যাপ ‘এডিটস’ তৈরি করছে, যা ক্যাপকাটের (যা টিকটকের মালিকানাধীন) সঙ্গে প্রতিযোগিতা করবে। এই অ্যাপের মাধ্যমে উন্নতমানের ভিডিও ধারণ ও এডিট করা যাবে। তবে, এডিটস অ্যাপটি এ মাসে প্রকাশ হওয়ার কথা থাকলেও মেটা অ্যাপটি উন্মোচনের সময় আরও বাড়িয়েছে।

এ ছাড়া ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার নতুন একটি পদ্ধতি পরীক্ষা করছে মেটা। এর মাধ্যমে এআই দিয়ে তৈরি কমেন্ট বা মন্তব্য পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। যদিও বেশ কিছু সময় ধরে ফেসবুকে ছবি ও পোস্টে মন্তব্যের জন্য এআই দিয়ে তৈরি কমেন্ট সুপারিশ করা হচ্ছে। তবে এখন ইনস্টাগ্রামে ফিচারটি সম্প্রসারণের পরিকল্পনা করছে মেটা।

যাদের ইনস্টাগ্রামে ফিচারটি চালু হয়েছে, তাঁরা পোস্টের নিচে টেক্সট বারটির মধ্যে একটি ছোট পেনসিল আইকন দেখতে পারবেন। এই আইকনে ক্লিক করলে মেটা এআই ছবিটি বিশ্লেষণ করে তিনটি মন্তব্য তৈরি করবে। এর মধ্যে পছন্দমতো মন্তব্যটি নির্বাচন করা যাবে। আর যদি ব্যবহারকারী প্রথম প্রস্তাবগুলো পছন্দ না করেন, তাঁরা আরও বিকল্প কমেন্ট দেখতে পারবেন।

ইনস্টাগ্রাম অ্যাপটি ফ্রি হিসেবে অ্যাপ স্টোরে পাওয়া যায়। নতুন ফিচারটি উপভোগ করতে সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে।

তথ্যসূত্র: ৯টুফাইভম্যাক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত