Ajker Patrika
হোম > প্রযুক্তি

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প
বর্তমানে নিজেই টিকটকে সক্রিয় রয়েছেন ট্রাম্প। ছবি: এএফপি

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের ওপর আরোপিত আমদানি শুল্ক কিছুটা কমিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ৫ এপ্রিলের মধ্যে টিকটক বিক্রির ব্যাপারে একটি মৌলিক চুক্তি হতে পারে।

গত বছর বাইডেন প্রশাসনের অধীনে একটি আইন পাস হয়েছিল। এই আইন অনুযায়ী, চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হতো। এই সময়সীমার মধ্যে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হতো। তবে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বাড়ান ট্রাম্প।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘টিকটকের ক্ষেত্রে চীনকে সম্ভবত অনুমোদনের মাধ্যমে অবশ্যই একটি ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি তারা সেটি করবে।’

তিনি আশা করেন, ৫ এপ্রিলের সময়সীমার মধ্যে অন্তত চুক্তির রূপরেখা চূড়ান্ত হবে।

যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। টিকটক ব্যবসা বিক্রির ক্ষেত্রে প্রধান বাধা সব সময়ই ছিল বেইজিংয়ের অনুমোদন নিশ্চিত করা, যা ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের।

এর আগেও আলোচনা সম্পর্কিত সুবিধা অর্জনের জন্য শুল্ককে একটি কৌশল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন ট্রাম্প। তার প্রথম মেয়াদে, তিনি টিকটক নিষিদ্ধ করার আহ্বান জানালেও বর্তমানে নিজেই প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন এবং তার ১৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিন ২০ জানুয়ারি চীনকে সতর্ক করে ট্রাম্প বলেন, যদি তারা টিকটক চুক্তিতে সম্মতি না দেয়, তবে আরও শুল্ক আরোপ করা হবে।

এদিকে এ মাসে চীনের সমস্ত আমদানির ওপর শুল্ক ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটি ৪ ফেব্রুয়ারিতে ট্রাম্প আরোপিত শুল্কের দ্বিগুণ।

চীন পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি কিছু মার্কিন কৃষিপণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়।

তথ্যসূত্র: বিবিসি

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব