Ajker Patrika
হোম > প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট গতিতে ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশ ১১২ তম 

অনলাইন ডেস্ক

মোবাইল ইন্টারনেট গতিতে ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশ ১১২ তম 

মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরও ৬ ধাপ পিছিয়ে ১১২ তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৬ তম। 

এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন, তাই ফুটে ওঠে। এ ক্ষেত্রে আপলোড-ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইসহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়। 

এতে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৮ তম। 

মোবাইল ইন্টারনেট
ওকলার প্রতিবেদন মতে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২৪ দশমিক ৫৯ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১১ দশমিক ৫৩ এমবিপিএস ছিল। 

তালিকার শীর্ষে আছে কাতার। দেশটির ডাউনলোডের ক্ষেত্রে গড় গতি ৩১৩ দশমিক ৩০ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৭ দশমিক ৫৩ এমবিপিএস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। 

প্রতিবেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১৬ তম, মালদ্বীপ ৩২ তম, মায়ানমার ১০৪ তম, শ্রীলঙ্কা ১২৩ তম, পাকিস্তান ১২৭ তম আফগানিস্তান ১৪৫ তম এবং নেপাল ১৩৬ তম স্থানে রয়েছে। 

অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা। লাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৪ দশমিক ১ এমবিপিএস। 

ব্রডব্যান্ড ইন্টারনেট
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৪৪ দশমিক ২৫ এমবিপিএস ও আপলোডে ৪৩ দশমিক ৬১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও ফেব্রুয়ারির তুলনায় র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 

প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ভারত ৯২ তম, মালদ্বীপ ১৬৬ তম, মায়ানমার ১৪৩ তম, শ্রীলঙ্কা ১৩৮ তম, পাকিস্তান ১৫৩ তম আফগানিস্তান ১৮১ তম এবং নেপাল ৮৪ তম স্থানে রয়েছে। 

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও ২ দশমিক ৯২ এমবিপিএস নিয়ে সবার তলানিতে রয়েছে কিউবা। 

ওকলার সর্বশেষ প্রতিবেদনে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের উন্নতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে গড় ডাউনলোড গতির দিক থেকে ২৬ দশমিক ৭৪ এমবিপিএস নিয়ে শীর্ষে ছিল বাংলালিংক। এরপর ২৪ দশমিক ৬২ এমবিপিএস নিয়ে রবি দ্বিতীয় এবং ২৩ দশমিক ১৮ এমবিপিএস নিয়ে এয়ারটেল তৃত্বীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন এবং টেলিটকের গতি যথাক্রমে ২১ দশমিক ৭৮ এমবিপিএস এবং ৬ দশমিক ০৫ এমবিপিএস ছিল।

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল