Ajker Patrika
হোম > প্রযুক্তি

প্রতিবেদনের সারাংশ তৈরি করবে অপেরার এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া

অনলাইন ডেস্ক

প্রতিবেদনের সারাংশ তৈরি করবে অপেরার এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্টেন্ট ‘আরিয়া’তে নতুন ফিচার যুক্ত করলো ওয়েব ব্রাউজার অপেরা। অ্যান্ড্রয়েড ফোনের যেকোন ওয়েবপেজের আর্টিকাল (প্রতিবেদন) বা ব্লগ পোস্টের লেখাগুলো সারাংশ তৈরি করে দিতে পারবে ফিচারটি।

গত সোমবার ফিচারটি উন্মোচন করে অপেরা। কোনো বিষয় দ্রুত বুঝতে ও প্রয়োজনীয় তথ্যগুলো জানতে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ব্যবহার করার জন্য যেকোন টেক্সটভিত্তিক ওয়েবপেজে প্রবেশ করতে হবে। এরপর অপেরার ডান পাশের ওপরের তিন ডটে ট্যাপ করতে হবে ও ফলে একটি মেনু চালু হবে। এই মেনু থেকে আরিয়া আইকোনের পাশে ‘সামারাইজ’ অপশনটি নির্বাচন করতে হবে। ফলে আরিয়া অ্যাসিস্ট্যান্ট চালু হবে। ওয়েবপেজের টেক্সটের সারাংশ তৈরি করার অনুমতি চাইবে। 

ফিচারটি পাওয়ার জন্য অপেরার সর্বশেষ সংস্করণটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হবে ও অপেরার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অপেরা অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। 

অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্টের মতো গত বছর আরিয়া অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করে অপেরা। অ্যাসিস্ট্যান্টটিতে চ্যাটবটের মতো ইন্টারফেস রয়েছে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট থেকে এরিয়া চ্যাটবট কিছুটা এগিয়ে। কারণ এরিয়াতে কোনো তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে দিতে পারে। এমনকি ভুল কেন হয়েছে তাও আলাদাভাবে বর্ণনা করে দেয় চ্যাটবটটি। 

উন্মোচনের পর থেকেই আরিয়ার বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে অপেরা। এই ফিচার ড্রপ প্রোগ্রামের মাধ্যমে উন্মোচনের আগেই আরিয়ার ফিচারগুলো যাচাই করে দেখতে পারে ব্যবহারকারীরা। গুগলের ইমাজিন ২ প্রোগ্রামের সাহায্যে আরিয়াতে টেক্সট থেকে ছবি তৈরির ফিচার যুক্ত করেছে অপেরা। চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর জোরে জোরে পড়ে শোনাতে পারবে। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

এয়ারপডে ক্যামেরা ও এআই যুক্ত করবে অ্যাপল

এআইয়ের বিকল্প কৃত্রিম মানবমস্তিষ্ক, যুগান্তকারী কম্পিউটার বানালেন বিজ্ঞানীরা

আইফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে আলটিমেটাম ব্রাজিলের

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

হোয়াটসঅ্যাপের মেসেজ সুরক্ষিত রাখবেন যেভাবে

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি