Ajker Patrika

আইফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে আলটিমেটাম ব্রাজিলের

এই সময়ের মধ্যে ব্রাজিলের আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে। ছবি: নাইন টু ফাইভ ম্যাক
এই সময়ের মধ্যে ব্রাজিলের আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে। ছবি: নাইন টু ফাইভ ম্যাক

আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।

বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’

গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।

আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।

এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।

ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।

২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।

তথ্যসূত্র: ইএনগেজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত