আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।
বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’
গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।
আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।
এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।
তথ্যসূত্র: ইএনগেজেট
আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।
বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’
গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।
আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।
এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।
তথ্যসূত্র: ইএনগেজেট
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে