Ajker Patrika
হোম > প্রযুক্তি

কেনা ডিজিটাল পণ্য অ্যাপলের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে

কেনা ডিজিটাল পণ্য অ্যাপলের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে
এখন সেকেন্ডারি অ্যাকাউন্টে কেনা অ্যাপ, মিউজিক, এবং অন্যান্য কনটেন্ট প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। ছবি: আই ডাউনলোড ব্লগ

ব্যবহারকারীদের অর্থ বাঁচাতে এবার একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করেছে অ্যাপল। এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে কেনা ডিজিটাল পণ্য স্থানান্তর করা যাবে। বিশেষ করে যারা আইক্লাউড এবং অ্যাপ স্টোর বা অ্যাপল টিভির এর জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি সুবিধাজনক ব্যবস্থা।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন তাদের সেকেন্ডারি অ্যাকাউন্টে কেনা অ্যাপ, মিউজিক, এবং অন্যান্য কনটেন্ট প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। সাধারণত সেকেন্ডারি অ্যাকাউন্টটি কেনাকাটার জন্যই ব্যবহৃত হয়। অ্যাপল তাদের নতুন একটি সাপোর্ট আর্টিকেলে এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।

তবে, এই প্রক্রিয়া কাজ করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে:

  • ব্যবহারকারীকে আইফোন বা আইপ্যাড এ দুটি অ্যাপল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে।
  • দুটি অ্যাকাউন্টের লোকেশন একই অঞ্চলে থাকতে হবে।
  • অ্যাকাউন্টগুলোতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচার চালু থাকতে হবে।
  • সেকেন্ডারি অ্যাকাউন্টে মিডিয়া এবং ‘পারচেজ’ সেটিংস সক্রিয় থাকতে হবে এবং প্রাথমিক অ্যাকাউন্টে আই ক্লাউড সাইন ইন থাকতে হবে।
  • সেকেন্ডারি অ্যাকাউন্টটি অন্য কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপের অংশ হতে পারবে না।
  • সেকেন্ডারি অ্যাকাউন্টে আগের কোনো সেবার ব্যালান্স, রেন্টাল বা প্রি অর্ডার থাকা চলবে না।
  • শেষ কোনো ডিজিটাল পণ্য কেনার পর ১৫ দিন অপেক্ষা করতে হবে।

এসব শর্ত পূরণ হওয়ার পর ফিচারটি কাজ করবে।

ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. আইওএস ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলুন।

২. নামের ওপর ট্যাপ করুন। এরপর মিডিয়া অ্যান্ড পারচেজ এ ট্যাপ করুন।

৩. ভিউ অ্যাকাউন্ট এ ট্যাপ করুন (যদি সাইন ইন করতে হয়)।

৪. এখন ‘মাইগ্রেট পারচেজ’ অপশনে এ ট্যাপ করুন।

৫. অ্যাকাউন্টের তথ্যগুলো পর্যালোচনা করুন এবং স্থানান্তর সম্পন্ন করতে নির্দেশাবলি অনুসরণ করুন।

একবার প্রক্রিয়া শেষ হলে ‘পারচেজ হ্যাভ বিন মাইগ্রেটেড’ বলে একটি বার্তা দেখাবে।

স্থানান্তরের পরে সেকেন্ডারি অ্যাকাউন্টটি আর ডিজিটাল পণ্য কেনাকাটার জন্য ব্যবহার করা যাবে না।

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প