Ajker Patrika
হোম > প্রযুক্তি

গুগল ফটোজে যুক্ত হলো নতুন ‘আপডেটস’ সেকশন, কাজ করবে যেভাবে

অনলাইন ডেস্ক

গুগল ফটোজে যুক্ত হলো নতুন ‘আপডেটস’ সেকশন, কাজ করবে যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ছবি: বিবম

গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।

একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।

যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।

আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।

নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।

গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।

তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প