Ajker Patrika
হোম > প্রযুক্তি

মেসেজ অনুবাদসহ একাধিক নতুন ফিচার চালু হলো ইনস্টাগ্রামে

মেসেজ অনুবাদসহ একাধিক নতুন ফিচার চালু হলো ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। ছবি: এমপ্লিফাই

ইনস্টাগ্রাম গতকাল বুধবার তাদের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবায় নতুন কিছু ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। এবার ব্যবহারকারীরা মেসেজ অনুবাদ, শিডিউলিং ও চ্যাট উইন্ডোতে সহজে মিউজিক শেয়ার করতে পারবেন। আগে যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি চ্যাট থ্রেড পিন করতে পারতেন, সেখানে এখন তাঁরা নির্দিষ্ট মেসেজও পিন করতে পারবেন।

ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রথম ফিচারটি হলো মেসেজের অনুবাদ, যা ব্যবহারকারীদের অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। বর্তমানে ফিচারটি ৯৯টি ভাষা সমর্থন করে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অনুবাদ করা মেসেজগুলো মেটার সঙ্গে শেয়ার করা হবে।

আরেকটি নতুন ফিচার হলো মেসেজ শিডিউলিং। অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর যেভাবে আইফোনে মেসেজ শিডিউল করার সুবিধা চালু হয়েছিল, ঠিক সেভাবে এবার ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা মেসেজ শিডিউল করতে পারবেন। ব্যবহারকারীরা শুধু ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে শিডিউল করার জন্য তারিখ ও সময় নির্বাচন করে মেসেজ পাঠাতে পারবেন। এ ছাড়া রিমাইন্ডারও শিডিউল করা যাবে।

ইনস্টাগ্রাম তাদের নতুন আপডেটে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সহজে অ্যাকসেস করার সুবিধা নিশ্চিত করেছে। এর আগে যেখানে তিনটি চ্যাট থ্রেড পিন করার সুযোগ ছিল, এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজ পিন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে হলে মেসেজটি চাপ দিয়ে ধরে ‘পিন’ অপশনটি নির্বাচন করতে হবে।

এদিকে ডিএমে বন্ধুদের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কথা বলার সময় চ্যাট উইন্ডোতে ৩০ সেকেন্ডের মিউজিক প্রিভিউ শেয়ার করতে পারবেন। সুবিধাটি সাধারণ চ্যাট ও গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রে কার্যকর। মিউজিক শেয়ারের জন্য চ্যাটের স্টিকার ট্রেতে গিয়ে ‘মিউজিক’ অপশনে ক্লিক করে পছন্দের গান খুঁজে নিতে হবে এবং সেই ট্র্যাক নির্বাচন করে ৩০ সেকেন্ডের প্রিভিউ পাঠানো যাবে।

অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। ছবি: ইনস্টাগ্রাম
অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। ছবি: ইনস্টাগ্রাম

অবশেষে গ্রুপ চ্যাটের জন্য পার্সোনালাইজড কিউআর কোড শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট গ্রুপ চ্যাটের কিউআর কোড তৈরি করে সেটি অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। অন্যরা কোডটি স্ক্যান করে সেই গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, এতে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে গ্রুপে যোগ করার প্রয়োজন হবে না।

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প