বিঘ্নিত হওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনে গুগলের পরিষেবা। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুসারে, সোমবার (৮ আগস্ট) গুগলের সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়।
বেশ কয়েকটি সূত্রের বরাতে ডাউন ডিটেক্টর জানায়, কেবল যুক্তরাষ্ট্রেই গুগলের ৩০ হাজারেরও বেশি ব্যবহারকারী সেবা বিঘ্নিতের অভিযোগ করেছেন।
জাপানে প্রায় ৫ হাজার ৯০০ ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। ট্র্যাকিং ওয়েবসাইটটি বলছে, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও সেবা বিঘ্নিত হয়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি গুগল।