হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামের মতো চ্যাট থিম আনছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

ইনস্টাগ্রামের মতো নতুন চ্যাট থিম নিয়ে কাজ করছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আসন্ন এই ফিচার আপনাকে চ্যাট উইন্ডোগুলো কাস্টমাইজ করার সুযোগ দেবে। ফলে চ্যাটের থিম নিজের রুচি অনুযায়ী পরিবর্তন করা যাবে। 

ফিচারটি সর্বপ্রথম সনাক্ত করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো। কাস্টম থিমগুলো এখন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.১২ বেটা সংস্করণে পাওয়া যাবে। 

এসব থিমের কিছু সক্রিয় করতে পেরেছেন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক। এই কাস্টমাইজেশন অপশনটি ব্যবহারকারীদের তাদের চ্যাট ব্যাকগ্রাউন্ড এবং ডিফল্ট চ্যাট থিমের ওয়ালপেপারের জন্য বিভিন্ন রঙ থেকে পছন্দ করার সুযোগ দেবে। 

তবে ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা অনেকগুলো ওয়ালপেপার দেখতে পারবেন। এছাড়া ডার্ক মোড ও হোয়াইট মোডের ক্ষেত্রে মোডগুলো কতটুকু তীব্র হবে তাও ব্যবহারকারীরা নির্ধারন করতে পারবেন। 

চ্যাট থিমটি ডিফল্টভাবে সমস্ত কথোপকথনে কার্যকর হবে যা ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারসহ অন্যান্য মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর থিম এবং চ্যাট ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করবে। একবার একটি রং নির্বাচন করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট চ্যাট থিম হিসাবে সেট হবে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়ালপেপার ও ব্যাকগ্রাউন্ড রংও নির্ধারিত হবে। তবে এই থিমটি শুধু যে দিয়েছে সেই দেখতে পারবে। 

এই ফিচারটি এখনো সর্বজনীনভাবে উন্মুক্ত করা হয়নি এবং ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এটি সবাই ব্যবহার করতে পারবে। 

সম্প্রতি মেটা একটি ধারণা দিয়েছে যে, কীভাবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপে বার্তা পাঠাতে এবং কল করতে পারবে। আসন্ন এই ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রাখতে তৈরি করা হয়েছে। 

কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের ভিডিও জিআইএফ করার সুযোগও দিয়েছে মেটা।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন