অ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস ১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এই ‘নাটকীয় পরিবর্তনের’ মাধ্যমে গত ১২ বছরে (আইওএস ৭-এ) ও ৫ বছরে (ম্যাকওএস ১১-এ) সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন করতে যাচ্ছে। এটি অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কারণ, অ্যাপল তার বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলো বিভিন্ন অঞ্চলে চালু করছে এবং এই নতুন ডিজাইন ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার জন্য উৎসাহ দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এ নতুন আইকন, মেনু ও অন্যান্য সিস্টেম উপাদান দেখা যেতে পারে। এই ডিজাইন পরিবর্তনের লক্ষ্য হলো—কোম্পানির সফটওয়্যার ব্যবহারে আরও সংগতি আনা। আইকন, মেনু, অ্যাপস, উইন্ডো ও সিস্টেম বাটনের স্টাইলের ওপর এই পরিবর্তনগুলো প্রভাব ফেলবে।
এই নতুন ডিজাইন অ্যাপলের স্পেশাল কম্পিউটিং ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘ভিশনওএস’–এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে। উল্লেখ্য, গত বছর অ্যাপল আইওএস–১৮–এর মাধ্যমে বড়ধরনের ইউআই পরিবর্তনের সম্ভাবনা প্রকাশ করেছিল। তবে সেই অপারেটিং সিস্টেমে বড় কোনো পরিবর্তন ছাড়াই উন্মোচন হয়।
এ ছাড়া প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’ জানায়, আইফোনের হোম স্ক্রিনে গোলাকার আইকন দেখা যেতে পারে, যা আইওএসের ঐতিহ্যবাহী চারকোনা ডিজাইন থেকে ভিন্ন। এই অপারেটিং সিস্টেমে ভিশনওএসের মতো গোলাকার আইকন সিস্টেম ব্যবহার করবে।
আইওএস–১৮–এর সঙ্গে চালু করা হয়েছিল অ্যাপল ইন্টেলিজেন্স। এতে অডিও, ছবি ও টেক্সটের সঙ্গে কাজ করার জন্য নতুন এআইভিত্তিক বেশ কিছু ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমে একটি নতুন সংস্করণের সিরিও যুক্ত করা হয়েছিল। এটি ফোনের অন্যান্য অ্যাপ চালাতে পারে। তবে বেশির ভাগ ফিচার আইওএস–১৮ উন্মোচনের সময় চালু হয়নি, বরং পর্যায়ক্রমে চালু হয়েছে। তবে অ্যাপল সম্প্রতি ঘোষণা করেছে, নতুন সংস্করণের সিরি আগামী বছরের মধ্যে চালু করা হবে।
অ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস ১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এই ‘নাটকীয় পরিবর্তনের’ মাধ্যমে গত ১২ বছরে (আইওএস ৭-এ) ও ৫ বছরে (ম্যাকওএস ১১-এ) সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন করতে যাচ্ছে। এটি অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কারণ, অ্যাপল তার বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলো বিভিন্ন অঞ্চলে চালু করছে এবং এই নতুন ডিজাইন ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার জন্য উৎসাহ দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এ নতুন আইকন, মেনু ও অন্যান্য সিস্টেম উপাদান দেখা যেতে পারে। এই ডিজাইন পরিবর্তনের লক্ষ্য হলো—কোম্পানির সফটওয়্যার ব্যবহারে আরও সংগতি আনা। আইকন, মেনু, অ্যাপস, উইন্ডো ও সিস্টেম বাটনের স্টাইলের ওপর এই পরিবর্তনগুলো প্রভাব ফেলবে।
এই নতুন ডিজাইন অ্যাপলের স্পেশাল কম্পিউটিং ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘ভিশনওএস’–এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে। উল্লেখ্য, গত বছর অ্যাপল আইওএস–১৮–এর মাধ্যমে বড়ধরনের ইউআই পরিবর্তনের সম্ভাবনা প্রকাশ করেছিল। তবে সেই অপারেটিং সিস্টেমে বড় কোনো পরিবর্তন ছাড়াই উন্মোচন হয়।
এ ছাড়া প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’ জানায়, আইফোনের হোম স্ক্রিনে গোলাকার আইকন দেখা যেতে পারে, যা আইওএসের ঐতিহ্যবাহী চারকোনা ডিজাইন থেকে ভিন্ন। এই অপারেটিং সিস্টেমে ভিশনওএসের মতো গোলাকার আইকন সিস্টেম ব্যবহার করবে।
আইওএস–১৮–এর সঙ্গে চালু করা হয়েছিল অ্যাপল ইন্টেলিজেন্স। এতে অডিও, ছবি ও টেক্সটের সঙ্গে কাজ করার জন্য নতুন এআইভিত্তিক বেশ কিছু ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমে একটি নতুন সংস্করণের সিরিও যুক্ত করা হয়েছিল। এটি ফোনের অন্যান্য অ্যাপ চালাতে পারে। তবে বেশির ভাগ ফিচার আইওএস–১৮ উন্মোচনের সময় চালু হয়নি, বরং পর্যায়ক্রমে চালু হয়েছে। তবে অ্যাপল সম্প্রতি ঘোষণা করেছে, নতুন সংস্করণের সিরি আগামী বছরের মধ্যে চালু করা হবে।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে