Ajker Patrika
হোম > প্রযুক্তি

এক্সের বিকল্প প্ল্যাটফর্ম ব্লুস্কাইয়ের ব্যবহারকারীর সংখ্যা এখন ১ কোটি ৫০ লাখ

অনলাইন ডেস্ক

এক্সের বিকল্প প্ল্যাটফর্ম ব্লুস্কাইয়ের ব্যবহারকারীর সংখ্যা এখন ১ কোটি ৫০ লাখ
বর্তমানে ব্লুস্কাইয়ের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ২০ লাখেরও বেশি। ছবি: নিউজ এক্স

নতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আরও বেশি মানুষ এক্সের বিকল্প খুঁজছে।

ব্লুস্কাই প্ল্যাটফর্মটি ক্রমাগত বাড়তে থাকলেও তা এখনো প্রতিযোগীদের তুলনায় অনেক পিছিয়ে।

এই তথ্যটি প্রথম শেয়ার করা হয়েছিল ‘স্টাটস ফর ব্লুস্কাই’ নামক একটি ওয়েবসাইটে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মের এপিআই ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্কের পরিসংখ্যান সংগ্রহ করে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্লুস্কাইয়ের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ২০ লাখেরও বেশি। ২০২৩ সালের নভেম্বরে ব্লুস্কাইয়ের ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ২ মিলিয়ন বা ২০ লাখ।

ব্লুস্কাই এখনো প্রতিযোগীদের তুলনায় অনেক পিছিয়ে। বিশেষত এক্সের তুলনায়। কারণ এক্সের ৫০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেটার ‘থ্রেডস’–ও জনপ্রিয়, যার মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৭৫ মিলিয়ন বা ২৭ কোটি ৫০ লাখ এবং প্রতিদিন ১০ লাখের বেশি নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে। তবে যারা এক্স এবং থ্রেডস উভয়ের প্ল্যাটফর্ম নিয়ে অসন্তুষ্ট, তারা ব্লুস্কাই ব্যবহারের প্রতি আরও বেশি আগ্রহী হচ্ছে।

সম্প্রতি ব্রাজিলের একটি মামলার রায়ের ফলে এক্স সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল। এক্সের অনুপস্থিতিতে হাজার হাজার ব্রাজিলের নাগরিক ব্লুস্কাই ব্যবহার করেন। সম্প্রতি ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কারণে এক্সের বিকল্প খুঁজতে চাচ্ছেন অনেকেই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ। আর এরপরেই থ্রেডস রয়েছে।

২০২১ সালে একটি পরীক্ষামূলক প্রকল্প বা মডেল হিসেবে ব্লুস্কাইয়ের আবির্ভাব হয়। ২০১৯ সালে টুইটার-এর সেই সময়ের সিইও ‘জ্যাক ডর্সি’ ঘোষণা করেছিলেন যে, কোম্পানিটি এমন একটি উদ্যোগে তহবিল প্রদান করবে, যার ফলস্বরূপ ব্লুস্কাই তৈরি হবে। বর্তমানে, ব্লুস্কাইয়ের আর এক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর তারা প্রতিযোগী হয়ে উঠেছে।

কয়েক সপ্তাহ আগে একটি পেইড সাবস্ক্রিপশনের চালু করার ঘোষণা দেয় ব্লুস্কাই। এতে সাবস্ক্রিপশন কেনার ফলে বিশেষ ফিচার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এটি মূলত এক্স প্রিমিয়াম–এর মতো হবে। তবে সোশ্যাল মিডিয়াটি ব্যবহার জন্য অর্থ প্রদান করতে হবে না বলে নিশ্চিত করে ব্লুস্কাই।

তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়