Ajker Patrika
হোম > প্রযুক্তি

শ্বেতাঙ্গদের বেশি বেতন দেয় গুগল, ২৮ মিলিয়ন ডলার জরিমানা

অনলাইন ডেস্ক

শ্বেতাঙ্গদের বেশি বেতন দেয় গুগল, ২৮ মিলিয়ন ডলার জরিমানা
গুগলের এসব পদক্ষেপ ক্যালিফোর্নিয়া সমান বেতন আইন লঙ্ঘন করেছে। ছবি: পাইমিন্টস ডট কম

গুগল একটি ক্লাস অ্যাকশন মামলা নিষ্পত্তিতে ২৮ মিলিয়ন ডলার বা ২ কোটি ৮০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে। মামলার অভিযোগ ছিল, শ্বেতাঙ্গ ও এশীয় কর্মীদের অন্য কর্মচারীদের তুলনায় বেশি বেতন ও উচ্চতর পদমর্যাদা দিয়েছে কোম্পানিটি।

‘ক্লাস-অ্যাকশন’ হলো এমন এক মামলা, যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন এবং বাদী জয়ী হলে মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক চার্লস অ্যাডামসের কাছ থেকে এই সমঝোতা প্রাথমিক অনুমোদন লাভ করেছে।

তিনি সমঝোতাটিকে ন্যায্য, যুক্তিসংগত এবং ‘ক্লাসের জন্য একটি ভালো ফলাফল’ হিসেবে বর্ণনা করেছেন। এই সমঝোতা ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গুগলের অন্তত ৬ হাজার ৬৩২ জন ক্যালিফোর্নিয়ার কর্মীকে প্রভাবিত করবে।

মামলার নেতৃত্ব দেন আনা কান্তু, যিনি মেক্সিকান এবং জাতিগতভাবে আদিবাসী হিসেবে পরিচিত। তিনি গুগলে হিপানিক, লাতিন, আদিবাসী, নেটিভ আমেরিকান এবং অন্যান্য সংখ্যালঘু কর্মীদের পক্ষ থেকে এই মামলা করেন। কান্তু দাবি করেছেন, তিনি সাত বছর ধরে গুগলের ‘পিপল অপারেশনস’ ও ‘ক্লাউড ডিপার্টমেন্ট’-এ ‘অনুকরণীয়’ কাজ করেছেন। তবে শ্বেতাঙ্গ ও এশীয় সহকর্মীদের তুলনায় তিনি অতিরিক্ত বেতন ও পদোন্নতি থেকে বঞ্চিত হন।

কান্তু আরও বলেন, গুগলের এসব পদক্ষেপ ক্যালিফোর্নিয়ায় সমান বেতন আইন লঙ্ঘন করেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গুগল ত্যাগ করেন কান্তু।

বিচারক অ্যাডামস বলেছেন, এই সমঝোতা আগামী ৮ সেপ্টেম্বর একটি শুনানির পর চূড়ান্ত অনুমোদন পাবে। এই সমঝোতার পরবর্তী পর্যায়ের জন্য গুগলের আইনজীবীরা একমত হন যে, কৃষ্ণাঙ্গ কর্মচারীদের মামলাটি থেকে বাদ দেওয়া হবে।

গুগলের মোট পরিশোধিত অর্থের পরিমাণ ২০ দশমিক ৪ মিলিয়ন ডলার হবে। গুগল যে মোট ২৮ মিলিয়ন ডলার পরিশোধ করবে, তার মধ্যে এই ৭ মিলিয়ন ডলার বাদ যাবে এবং বাকি ২০ দশমিক ৪ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে বিতরণ করা হবে। কারণ আইনজীবীদের ফি, জরিমানা এবং মামলার অন্যান্য খরচ হিসেবে ৭ মিলিয়ন ডলার ব্যবহার করা হবে। এর মধ্যে কান্তুরও আইনজীবীদের ফি রয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প

শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব