হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচার চালু করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

ছবি ও ভিডিও মাধ্যমে জীবনের বিশেষ মুহূর্ত ও স্মৃতি শেয়ার করার জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন অনেকেই। তাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা বেশ গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি হল ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ (২ এফএ) চালু করা। ফিচারটি লগইন করার সময় একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রদান করে, যা কেবল পাসওয়ার্ডের ওপর নির্ভরশীল নয়। ফলে কেউ আপনার পাসওয়ার্ড পেলেও আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। 

টু ফ্যাক্টর অথেনটিকেশন
অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষা বাড়ানোর জন্য টু ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে দুটি পৃথক শনাক্তকরণ প্রক্রিয়া বা আইডেনটিফিকেশন প্রসেস ব্যবহার করে। সাধারণভাবে একটি পাসওয়ার্ড আপনার প্রথম স্তরের প্রমাণ হিসেবে কাজ করে। আর দ্বিতীয় স্তরে সাধারণত টেক্সট মেসেজ বা এসএমএস হয়ে থাকে, যার মাধ্যমে ব্যবহারকারীর ই-মেইল বা ফোন নম্বরে একটি কোড পাঠানো হয়। 

তাই ডিভাইস পরিবর্তনের সময় পাসওয়ার্ড কাজ না করলেও বা পাসওয়ার্ড ভুলে গেলেও এই কোড দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। ফলে এই যাচাইকরণ প্রক্রিয়া চালু থাকলে পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে গেলেও নিজের অ্যাকাউন্ট ফিরে পাবেন। 

টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। 
২. এরপর নিচের দিতে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। 
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। আইওএসের ক্ষেত্রে নিচের ডান দিকে থাকা মেনু বাটনে ট্যাপ করুন। এর ফলে একটি পেজ চালু হবে। 
৪. পেজের ওপরের দিকে থাকা ‘অ্যাকশন সেন্টারে’ ট্যাপ করুন। 
৫. ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন। 
৬. এবার ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ নির্বাচন করুন। 
৭. যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টুরফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করতে চান, তার ওপর ট্যাপ করুন। এই পর্যায়ে পাসওয়ার্ড দিতে হতে পারে। 
৮. এখন সিকিউরিটি মেথড হিসেবে দুটি অপশন দেখানো হবে। সেগুলো হলো অথেনটিকেশন অ্যাপ বা এসএমএস বা হোয়াটসঅ্যাপ। এর মধ্য থেকে পছন্দের পদ্ধতিটি নির্বাচন করতে হবে। 
অথেনটিকেশন অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমে ডিভাইসে একটি থার্ড পার্টি অথেনটিকেশন অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর মধ্যে গুগল অথেনটিকেটর সবচেয়ে বিশ্বস্ত অ্যাপ। 
টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সিকিউরিটি মেথড হচ্ছে টেক্সট মেসেজ বা এসএমএস। এই পদ্ধতি চালু করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
৯. ‘সিলেক্ট সিকিউরিটি মেথড’ থেকে ‘টেক্সট মেসেজ’ (এসএমএস) অপশন নির্বাচন করুন। 
১০. ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। 
১১. অ্যাকাউন্টে ব্যবহার করা ফোন নম্বর দিন বা ভিন্ন নম্বর দিন। এই নম্বরে সিকিউরিটি কোড পাঠানো হবে। এরপর ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন। 
১২. এসএমএসের মাধ্যমে ফেসবুক ৬ অঙ্কের কোড ফোনে পাঠাবে। কোড পাওয়ার পর ফেসবুকে কোডটি টাইপ করুন। 
১৩. এখন ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন। 
এই ফিচার চালু থাকলে অন্য কোনো অপরিচিত ডিভাইস থেকে ফেসবুকে লগইনের চেষ্টা করা হলে আপনার ফোনে কোড পাঠানো হবে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন