Ajker Patrika
হোম > প্রযুক্তি

ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ

ফিচার ডেস্ক  

ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ

ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এনেছে ফেসবুক। স্টোরি ভিউর মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ চালু করেছে এই প্ল্যাটফর্ম। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন। ফেসবুকে যেসব ক্রিয়েটরের মনিটাইজেশন চালু আছে, স্টোরি মনিটাইজেশন সক্রিয় করার জন্য তাঁদের নতুন করে কিছু করতে হবে না।

এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ক্রিয়েটররা পুরোনো কনটেন্টও তাঁদের স্টোরিতে পোস্ট করে আয় করতে পারবেন। যেমন যদি কোনো ক্রিয়েটর আগে রেসিপির ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিও এখন যদি স্টোরিতে পোস্ট করেন, তাহলে সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারবেন।

ফেসবুকের এক প্রতিনিধি ইয়াহুর টেকসাইট ‘টেকক্রাঞ্চ’কে জানিয়েছেন, স্টোরির আয় ভিউ নয়, কনটেন্টের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এই নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকের লক্ষ্য আরও বেশি কনটেন্ট তৈরি এবং ফেসবুক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের সক্রিয়তা বাড়ানো।

এ ছাড়া ফিচারটির মাধ্যমে টিকটককে প্রতিযোগিতায় টেক্কা দেওয়ার চেষ্টা করছে ফেসবুক। গত বছর থেকে ফেসবুক বিভিন্ন ধরনের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা চালু করেছে; যেমন ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডস। এই উদ্যোগের একটি অংশ হিসেবে স্টোরি মনিটাইজেশন চালু করা হলো।

ফেসবুক গত বছরের অক্টোবরে ঘোষণা করেছে, রিলসসহ অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুকে ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক ৪ মিলিয়নের বেশি ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে। এর মধ্য দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা এবং শেয়ার করা ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হয়ে উঠেছে।

সূত্র: টেকক্রাঞ্চ

আরও খবর পড়ুন:

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প

শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব