Ajker Patrika
হোম > প্রযুক্তি

এআই ব্যবহার করে ৫ হাজার নারীর সঙ্গে আলাপের পর জীবনসঙ্গীর সন্ধান

অনলাইন ডেস্ক

এআই ব্যবহার করে ৫ হাজার নারীর সঙ্গে আলাপের পর জীবনসঙ্গীর সন্ধান

টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।

২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন। 

জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় । 

জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই। 

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’

আইওএস ১৯–এ ‘নাটকীয় পরিবর্তন’ আনবে অ্যাপল

রাতের বেলায় কিশোর-কিশোরীদের ঘুমপাড়ানি গান শোনাবে টিকটক

স্মার্টফোনে আসক্তি উদ্বেগের লক্ষণ, এখনই ছাড়ুন এই ৫ বদভ্যাস

১০০ কিলোমিটার ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট

নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা

হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

প্রযুক্তি খাতে বড় ধস, সাতটি কোম্পানি হারাল ৭৫০ বিলিয়ন ডলার

চ্যাটজিপিটিও মানসিক চাপ ও উদ্বেগের লক্ষণ দেখায়: গবেষণা

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

লাখ টাকার কমে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো