অনলাইন ডেস্ক
গুগল ফোটজ থেকে আইক্লাউডে ছবি ও ভিডিও সহজে নেওয়ার জন্য একটি নতুন টুল উন্মোচন করেছে গুগল ও অ্যাপল। এই টুলের মাধ্যমে গুগল থেকে একটি একটি করে ছবি ও ভিডিও ডাউনলোড করে আইক্লাউডে আপলোড করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ডেটা ও সময় দুটিই বাঁচবে।
টুলটি ব্যবহারের আগে আইক্লাউডে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে প্রক্রিয়াটি কাজ করবে না। আইক্লাউডে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখতে পারবেন। তবে স্টোরেজ বাড়াতে পছন্দমতো প্ল্যান কিনতেও পারেন।
গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেওয়ার জন্য এরপর নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন—
১. অ্যাপলের ডিভাইসের সেটিংসে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এরপর আইক্লাউডে ট্যাপ করুন।
৩. আইক্লাউড ফটোজ ও আইক্লাউড ড্রাইভ চালু করুন।
৪. এরপর পছন্দের ব্রাউজার থেকে গুগলের টেকআউট (takeout. google. com) ওয়েবসাইটে প্রবেশ করুন। এ সময় নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
৫. এরপর তালিকা থেকে ‘গুগল ফটোজ’ অপশনটি নির্বাচন করুন।
৬. ছবি ও ভিডিও আইক্লাউডে রাখার জন্য ‘অ্যাপল আইক্লাউড ফটোজ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন।
৮. গুগল ফটোজের ছবি ও ভিডিও আইক্লাউড অ্যাকাউন্টে রাখার জন্য গুগল কিছু অনুমতি চাইবে। সেসব প্রয়োজনীয় অনুমতি দিন।
৯. এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। এভাবে আইক্লাউডে ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অ্যাপল ডেটা ও প্রাইভেসি পেজ থেকে এই প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারবেন। এই ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে তা আপনার ফাইলের সাইজের ওপর নির্ভর করবে। কিছু ঘণ্টা থেকে কয়েক দিন সময়ও লাগতে পারে সব ফাইল স্থানান্তর করতে।
ছবি ও ভিডিও আইক্লাউডে নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষে আপনার ইমেইল আইডিতে একটি ইমেইল নোটিফিকেশন পাঠাবে অ্যাপল।
এ প্রক্রিয়া শুরু করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন—
• এই প্রক্রিয়া গুগল ফটোজের কোনো ছবি ও ভিডিও ডিলিট হবে না। শুধু আইক্লাউডে কপি হবে।
• এই প্রক্রিয়ায় JEPG, HEIC, PBG, GIF, TIFF, BMP, MP 4 ও MOV ফাইল কপি হবে।
• যেসব ফাইল আইক্লাউড সমর্থন করবে না, সেগুলো স্বয়ক্রিয়ভাবে আইড্রাইভে চলে যাবে।
• কপি হওয়া ছবি ও ভিডিওগুলো আইওএসের ফটোজ অ্যাপে ‘Import from Google’ নামে অ্যালবামে থাকবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া