ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে গুগলের হোমপেজে পাবেন গুগল লেন্স ফিচার ব্যবহারের সুবিধা। গুগলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোজোন প্যাটেল গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ঘোষণা দেন।
গুগলের হোমপেইজের সার্চ বক্সের মাইক্রোফোন আইকনের পাশেই দেখা পাওয়া যাবে ‘লেন্স আইকনের’। লেন্স আইকনে ক্লিক করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু টেক্সট দিয়ে নয় বরং কোনো একটি ছবি আপলোড করে বা ছবির লিংক পেস্ট করেও কোনো কিছুর খোঁজ করতে পারবেন।
গুগল লেন্স মূলত এমন একটি প্রযুক্তি—যার মাধ্যমে কোনো ছবি বিশ্লেষণ করে এর থেকে তথ্য সংগ্রহ করা হয়। গুগলের এই প্রযুক্তি ইন্টারনেটে কোনো কিছু খোঁজের ক্ষেত্রে দিয়েছে নতুন মাত্রা। উদাহরণ হিসেবে ধরুন, আপনার কাছে একটি খাবারের ছবি রয়েছে। আপনি জানতে চান খাবারটির নাম কিংবা এর রেসিপি কী। সে ক্ষেত্রে গুগল লেন্স আইকনে ক্লিক করে আপলোড করে দিন সেই ছবিটি। ব্যাস! আপনি পেয়ে যাবেন ইন্টারনেটের ডেটাবেইসে থাকা ওই খাবার সম্বন্ধিত সকল তথ্য।
গুগল লেন্স–এর অনলাইন ভার্সন থাকার পাশাপাশি এর মোবাইল অ্যাপ্লিকেশনও (অ্যাপ) রয়েছ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমেই এটি ব্যবহার করা যাবে। ২০১৭ সালের অক্টোবরে প্রথমবারের মতো এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত হয়।