Ajker Patrika
হোম > প্রযুক্তি

গুগলের হোমপেজে যুক্ত হলো ‘গুগল লেন্স’ ফিচার

অনলাইন ডেস্ক

গুগলের হোমপেজে যুক্ত হলো ‘গুগল লেন্স’ ফিচার

ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে গুগলের হোমপেজে পাবেন গুগল লেন্স ফিচার ব্যবহারের সুবিধা। গুগলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোজোন প্যাটেল গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ঘোষণা দেন।

গুগলের হোমপেইজের সার্চ বক্সের মাইক্রোফোন আইকনের পাশেই দেখা পাওয়া যাবে ‘লেন্স আইকনের’। লেন্স আইকনে ক্লিক করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু টেক্সট দিয়ে নয় বরং কোনো একটি ছবি আপলোড করে বা ছবির লিংক পেস্ট করেও কোনো কিছুর খোঁজ করতে পারবেন।

গুগল লেন্স মূলত এমন একটি প্রযুক্তি—যার মাধ্যমে কোনো ছবি বিশ্লেষণ করে এর থেকে তথ্য সংগ্রহ করা হয়। গুগলের এই প্রযুক্তি ইন্টারনেটে কোনো কিছু খোঁজের ক্ষেত্রে দিয়েছে নতুন মাত্রা। উদাহরণ হিসেবে ধরুন, আপনার কাছে একটি খাবারের ছবি রয়েছে। আপনি জানতে চান খাবারটির নাম কিংবা এর রেসিপি কী। সে ক্ষেত্রে গুগল লেন্স আইকনে ক্লিক করে আপলোড করে দিন সেই ছবিটি। ব্যাস! আপনি পেয়ে যাবেন ইন্টারনেটের ডেটাবেইসে থাকা ওই খাবার সম্বন্ধিত সকল তথ্য।

গুগল লেন্স–এর অনলাইন ভার্সন থাকার পাশাপাশি এর মোবাইল অ্যাপ্লিকেশনও (অ্যাপ) রয়েছ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই অপারেটিং সিস্টেমেই এটি ব্যবহার করা যাবে। ২০১৭ সালের অক্টোবরে প্রথমবারের মতো এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত হয়।

ঢাকার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা উন্নত করবে আইইউবির শিক্ষার্থীর এআই মডেল

এয়ারপডে ক্যামেরা ও এআই যুক্ত করবে অ্যাপল

এআইয়ের বিকল্প কৃত্রিম মানবমস্তিষ্ক, যুগান্তকারী কম্পিউটার বানালেন বিজ্ঞানীরা

আইফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে আলটিমেটাম ব্রাজিলের

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

হোয়াটসঅ্যাপের মেসেজ সুরক্ষিত রাখবেন যেভাবে

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর