নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দীর্ঘদিনের, যা নারী-পুরুষ উভয়ের মধ্যে আছে। এ প্রতিকূলতা মোকাবিলায় নারীর নিজেকে তৈরি করতে হবে। ৯ অক্টোবর বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের নেতাদের সঙ্গে তরুণ প্রজন্মের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমস্যার কেন্দ্রবিন্দু হলো নারীকে মানুষ ভাবতে না পারা। নারী-পুরুষের বিভেদ দূর করতে মেয়েদের নিজেকে আগে মানুষ হিসেবে ভাবতে হবে। মেয়েরা যত এগিয়ে আসছে, তাদের তত পেছনে টেনে রাখা হচ্ছে। এটা দমাতে নারী আন্দোলন সহায়ক ভূমিকা পালন করছে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সমাজের প্রচলিত বৈষম্যমূলক রীতিনীতি ও প্রথার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীরা আজ অনেক দূর এগিয়ে গেলেও সামনে নতুন চ্যালেঞ্জ আসছে। সব নারীর সমস্যা এক নয়। তবে সমস্যা সমাধানে সবার একযোগে কাজ করতে হবে।
মুক্ত আলোচনায় অংশ নেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের মেয়েদের অগ্রগতির অবস্থানকে টেকসই করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা স্কুল-কলেজে গিয়ে মেয়েদের জন্য ইভ টিজিং, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান। অভিন্ন পারিবারিক আইন ও সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি
জানান তাঁরা।