ফিচার ডেস্ক
বিশ শতকে যুক্তরাষ্ট্রে আফ্রিকান- আমেরিকানরা ছিল চরম বর্ণবৈষম্যের শিকার। দেশটির ইতিহাসে বিভিন্ন স্মরণীয় ঘটনা ঘটে সে সময়। তেমনি একটি ঘটনা শিল্পী মেরিয়ান অ্যান্ডারসনের কনসার্ট। সেই কনসার্টকে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসের অংশ বলে মনে রাখা হয়েছে এখনো।
১৯৩৯ সালের জানুয়ারিতে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় শিল্পী মেরিয়ানকে নিয়ে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করে।
সে জন্য আয়োজকেরা ডটার্স অব দ্য আমেরিকান রেভল্যুশনের (ডিএআর) হল বুকিংয়ের আবেদন করে। সে সময় ডিএআর কনস্টিটিউশন হলের মঞ্চে শুধু সাদা আমেরিকানদের সংগীত পরিবেশনের অনুমতি ছিল। আর সংরক্ষিত আসনে বসে কনসার্ট শোনার অধিকার দেওয়া হয়েছিল কৃষ্ণাঙ্গ দর্শকদের। এই বর্ণবাদী নীতির প্রতিবাদ জানান আয়োজকেরা। গণমাধ্যম, শিল্পীসমাজ, রাজনীতিবিদসহ বেশ কয়েকটি নামকরা নাগরিক অধিকার ও শ্রম সংগঠন ডিএআরকে চাপ দেয় তাদের বর্ণবাদী নীতি বদলাতে। কিন্তু কোনো কাজ হয়নি তাতেও।
অবশেষে সেই কনসার্ট হয় সে বছরেরই ৯ এপ্রিল, লিংকন মেমোরিয়ালে। ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে সেই আউটডোর কনসার্টে গান গাইতে উঠেছিলেন মেরিয়ান অ্যান্ডারসন। ইন্টেরিয়র সেক্রেটারি হ্যারল্ড ইকিস সেদিনের অনুষ্ঠানে মেরিয়ানকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছিলেন, ‘প্রতিভা কোনো রঙের সীমা জানে না’। মেরিয়ান সেদিন কনসার্ট শুরু করেছিলেন ‘মাই কান্ট্রি, টিস অব দ্য’ গান দিয়ে। আর শেষ করেছিলেন ‘নোবডি নোজ দ্য ট্রাবল আই’ভ সিন’ গান গেয়ে।
সূত্র: হিস্ট্রি আনফোল্ড
বিশ শতকে যুক্তরাষ্ট্রে আফ্রিকান- আমেরিকানরা ছিল চরম বর্ণবৈষম্যের শিকার। দেশটির ইতিহাসে বিভিন্ন স্মরণীয় ঘটনা ঘটে সে সময়। তেমনি একটি ঘটনা শিল্পী মেরিয়ান অ্যান্ডারসনের কনসার্ট। সেই কনসার্টকে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসের অংশ বলে মনে রাখা হয়েছে এখনো।
১৯৩৯ সালের জানুয়ারিতে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় শিল্পী মেরিয়ানকে নিয়ে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করে।
সে জন্য আয়োজকেরা ডটার্স অব দ্য আমেরিকান রেভল্যুশনের (ডিএআর) হল বুকিংয়ের আবেদন করে। সে সময় ডিএআর কনস্টিটিউশন হলের মঞ্চে শুধু সাদা আমেরিকানদের সংগীত পরিবেশনের অনুমতি ছিল। আর সংরক্ষিত আসনে বসে কনসার্ট শোনার অধিকার দেওয়া হয়েছিল কৃষ্ণাঙ্গ দর্শকদের। এই বর্ণবাদী নীতির প্রতিবাদ জানান আয়োজকেরা। গণমাধ্যম, শিল্পীসমাজ, রাজনীতিবিদসহ বেশ কয়েকটি নামকরা নাগরিক অধিকার ও শ্রম সংগঠন ডিএআরকে চাপ দেয় তাদের বর্ণবাদী নীতি বদলাতে। কিন্তু কোনো কাজ হয়নি তাতেও।
অবশেষে সেই কনসার্ট হয় সে বছরেরই ৯ এপ্রিল, লিংকন মেমোরিয়ালে। ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে সেই আউটডোর কনসার্টে গান গাইতে উঠেছিলেন মেরিয়ান অ্যান্ডারসন। ইন্টেরিয়র সেক্রেটারি হ্যারল্ড ইকিস সেদিনের অনুষ্ঠানে মেরিয়ানকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছিলেন, ‘প্রতিভা কোনো রঙের সীমা জানে না’। মেরিয়ান সেদিন কনসার্ট শুরু করেছিলেন ‘মাই কান্ট্রি, টিস অব দ্য’ গান দিয়ে। আর শেষ করেছিলেন ‘নোবডি নোজ দ্য ট্রাবল আই’ভ সিন’ গান গেয়ে।
সূত্র: হিস্ট্রি আনফোল্ড
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
১৫ ঘণ্টা আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
২ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
২ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
২ দিন আগে