হোম > শিল্প-সাহিত্য > শিশুতোষ

ছড়া

উৎপলকান্তি বড়ুয়া

ভালুক গেল ভাগলপুরে

বিচ ভলিবল খেলতে,

বিড়াল মাছের দাওয়াত বলো

কও কি পারে ফেলতে!

শেয়াল যাবে শিয়ালদহে

মুরগি বাড়ি বেড়াতে,

কুমির গেল কুমারগঞ্জে

আর ফেরেনি সে রাতে।

প্যারিস থেকে প্যানপেনিয়ে

আসল মশা উড়িয়া,

দেখছে শহর দেখছে নগর

গ্যারাম গঞ্জ ঘুরিয়া।

ব্যাঙ তো গেল ব্যাঙ্গালোরে

হাতি গেলো হাতিয়া,

সোনা ব্যাঙে ঘুমায় রাতে

সোনার আসন পাতিয়া।

তালপাতার পাখা

লেজ-ঝুলঝুল পাখি

রূপকথার কাগজের খেলনা

মেডিকেল ক্যামেরা

ভূত

শিয়াল

জিনের বাদশাহ

মিঠুর নেশা

ঝগড়া থেকে বন্ধু 

মাহি ও ময়না পাখি

সেকশন