হোম > শিল্প-সাহিত্য > শিশুতোষ

শিয়াল

পরিতোষ বাবলু

‘লাউয়াছড়া’ গভীর বনে

শিয়াল সাজে টিচার

‘হুক্কাহুয়া’ ডাক দিলে কয়

বনমোরগে, জি স্যার!

বলল শিয়াল ‘হুক্কাহুয়া’

ডাকতে হবে সবাই

হুক্কাহুয়ার টিচিং নেবে?

আমরা আছি ছ’ভাই!

তাইনা শুনে বনমোরগে

উড়াল দিল গাছে

বলল শিয়াল তোর মতো কি

আস্ত বোকা আছে?

কেমন করে ছাত্র হবে?

আর পাবে না চান্স

কাল দুপুরে ধরব তোকে

করব ছ’ভাই লাঞ্চ!

বনমোরগে জবাব দিল

‘কক কক কক, খক’

শিয়াল বলে হো বুঝেছি,

আঙ্গুর বলিস টক!

আম পেকেছে, জাম পেকেছে

চলছে এখন সামার

তোমরা কি-রে এত্ত বোঝ?

কত্ত জ্ঞান আমার!

তালপাতার পাখা

লেজ-ঝুলঝুল পাখি

রূপকথার কাগজের খেলনা

মেডিকেল ক্যামেরা

ভূত

জিনের বাদশাহ

মিঠুর নেশা

ছড়া

ঝগড়া থেকে বন্ধু 

মাহি ও ময়না পাখি

সেকশন