হোম > শিল্প-সাহিত্য > শিশুতোষ

লেজ-ঝুলঝুল পাখি

রহীম শাহ

লেজ-ঝুলঝুল একটি পাখি
পাখায় দিয়ে ভর
শিরীষগাছের শাখায়-শাখায়
তোলে তুমুল ঝড়। 

সেই সে ঝড়ে সবুজ দেশের
হাজার রঙের ফুল, 
ভড়কে গিয়ে ভোর-বিহানে
কাঁপছে হুলুস্থূল। 

লেজ-ঝুলঝুল সেই সে পাখি
করছে ভীষণ ডাকাডাকি

সে ডাক শুনে আকাশপারের
নীল বাটি হয় উপুড়
ইষ্টিকুটুম ভোরের আলো
সৃষ্টি করে দুপুর।

তালপাতার পাখা

রূপকথার কাগজের খেলনা

মেডিকেল ক্যামেরা

ভূত

শিয়াল

জিনের বাদশাহ

মিঠুর নেশা

ছড়া

ঝগড়া থেকে বন্ধু 

মাহি ও ময়না পাখি

সেকশন