রহীম শাহ
লেজ-ঝুলঝুল একটি পাখি
পাখায় দিয়ে ভর
শিরীষগাছের শাখায়-শাখায়
তোলে তুমুল ঝড়।
সেই সে ঝড়ে সবুজ দেশের
হাজার রঙের ফুল,
ভড়কে গিয়ে ভোর-বিহানে
কাঁপছে হুলুস্থূল।
লেজ-ঝুলঝুল সেই সে পাখি
করছে ভীষণ ডাকাডাকি
সে ডাক শুনে আকাশপারের
নীল বাটি হয় উপুড়
ইষ্টিকুটুম ভোরের আলো
সৃষ্টি করে দুপুর।