হোম > শিল্প-সাহিত্য > কবিতা

স্বৈরাচারের স্বর্গলাভ

সুমন বিশ্বাস

একদা এক স্বৈরাচারীর এমন ছিল অত্যাচার,
অর্থে কিনে করতে হত খাবার জলের ব্যবহার।
কলসপ্রতি এক আনা দাম, ঝরত প্রজার চোখের জল,
ব্যথার চোটে বলত সবাই, হয় যেন তার নরক ফল!

মর্ম তখন বুঝল রাজা, পড়ল যখন অসুখে,
মুখে বলে, যমযাতনা সইতে হবে এই বুকে।
ছেলেকে বসায় সিংহাসনে, মরার সময় কয় ডেকে,
স্বর্গ যেন তোর গুণে পাই, আমার যত পাপ ছেঁকে!

নতুন রাজার ঘুম উবে যায়, সমাধান পায় ভোররাতে,
জলের দাম দুই আনা করে, সঙ্গে বেতের বাড়ি!
প্রজারা কয়, এ কোন দস্যু, আগেই তো ছিলাম ভালো,
মৃত রাজার স্বর্গ জুটুক, ছেলের জীবন হোক কালো!

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস

আমি জুডাস নই যিশু, আমি তোমার ভাই

সেকশন