অনু ইসলাম
দিব্যি, বেঁচে আছি! এমন অজুহাতে কিছুকাল আয়ুষ্মান হয়ে উঠবো; রঙচঙে জড়ানো মায়া-আবহ ৷ আমাদের এখন ভরা বসন্ত যদিও ৷ তথাপি—সংগ্রামী পথে শাদা শাদা কাশফুল—দুলছে! দেবীর পায়ে বিসর্জিত হচ্ছে রক্তজবা ৷ মা—অভাবেও থালায় ভাতফুল সাজায়! আমরা চেটেপুটে ক্ষুধা খেয়ে নিই জীবনের ৷ একটা অভাব অভাব সংসার যেন নদী হয়ে ওঠে!
রোলকল ডাকছে দীর্ঘ প্রতীক্ষা শেষে এবং ইউনিফর্মে ঢুকে যাচ্ছে আমাদের স্বপ্নবান সন্তানেরা ৷ বৃক্ষে জল দিও; জলের সন্তান ৷ আগমনী দিনে তারকারাজির মতো প্রোজ্জ্বল হয়ে উঠুক আমাদের সংসারের ছাদ; একটা নতুন আকাশ দেখব ৷
আকাশে তারকার হাসি; চাঁদের ঋণকৃত আলো—একাকার!
পেছনে কেউ ডেকে উঠছে—‘এখনো দিব্যি বেঁচে আছিস!’
দিব্যি, বেঁচে আছি! এমন অজুহাতে কিছুকাল আয়ুষ্মান হয়ে উঠবো; রঙচঙে জড়ানো মায়া-আবহ ৷ আমাদের এখন ভরা বসন্ত যদিও ৷ তথাপি—সংগ্রামী পথে শাদা শাদা কাশফুল—দুলছে! দেবীর পায়ে বিসর্জিত হচ্ছে রক্তজবা ৷ মা—অভাবেও থালায় ভাতফুল সাজায়! আমরা চেটেপুটে ক্ষুধা খেয়ে নিই জীবনের ৷ একটা অভাব অভাব সংসার যেন নদী হয়ে ওঠে!
রোলকল ডাকছে দীর্ঘ প্রতীক্ষা শেষে এবং ইউনিফর্মে ঢুকে যাচ্ছে আমাদের স্বপ্নবান সন্তানেরা ৷ বৃক্ষে জল দিও; জলের সন্তান ৷ আগমনী দিনে তারকারাজির মতো প্রোজ্জ্বল হয়ে উঠুক আমাদের সংসারের ছাদ; একটা নতুন আকাশ দেখব ৷
আকাশে তারকার হাসি; চাঁদের ঋণকৃত আলো—একাকার!
পেছনে কেউ ডেকে উঠছে—‘এখনো দিব্যি বেঁচে আছিস!’
মৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
১১ ঘণ্টা আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
১৫ ঘণ্টা আগেলাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত।
০৬ মার্চ ২০২৫আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয়েছে ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রদর্শনী হয়।
২৭ ফেব্রুয়ারি ২০২৫