অজিত দাশ
মায়ের শাঁখা ভেঙে তৈরি স্বপ্ন। স্বপ্ন গড়িয়ে যায়
ভাঙা চৌকির দিকে।
আমাদের ফেলে আসা জোড়পুকুরে
পিতলের ঘটি ডুবে গেলে এক জোড়া
চোখের পরিতাপে ঝুলে থাকি হলুদ বিকেলে
একটা শবযাত্রার হরিবোলে ধাক্কা খেয়ে
পথ হারিয়ে ফেলা কোনো ঠুমরি—বুকের ভেতর
হেলান দিয়ে দাঁড়াতেই স্মৃতির দেয়াল ভাঙে।