হিম ঋতব্রত
ঘরে একটি চোরকে লুকিয়ে রাখি,সে আমার অতি প্রিয় মন চোর।তাকে আনন্দে খাবার দিই, ঘুম পাড়াই, চান করাই...আদরে আদরে সকল খেয়াল রাখিসারাক্ষণ মন জুগিয়ে চলি।তবুও সেঘর চুরি করেআমাকে ছুরি মেরেএকটি জীবিত লাশ কাঁধে করে পালিয়ে যায় নিঃশব্দে!