হোম > শিল্প-সাহিত্য > কবিতা

আমি জুডাস নই যিশু, আমি তোমার ভাই

জুবায়ের দুখু

মেষপালক
ও ও যিশু
শোনো বলি, 
এই পৃথিবী
ডালিম দানা
রক্ত-ভূমি। 

তুমি’তো বলো
যুদ্ধ ও শান্তি,
শান্তি ও যুদ্ধ
পরস্পর ভাই। 

আঙুরের খেত
লকলক করে
যেন গমফুল। 

জুডাস কি জানে
তোমার অমরত্ব? 

পেরেক বিঁধা হাত
সাক্ষী থাকো হে
ক্রুশের খাম্বা—
মেরী আমার আম্মা
আমি জুডাস নই
আমি তোমার ভাই।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস

সেকশন