জুবায়ের দুখু
মেষপালক
ও ও যিশু
শোনো বলি,
এই পৃথিবী
ডালিম দানা
রক্ত-ভূমি।
তুমি’তো বলো
যুদ্ধ ও শান্তি,
শান্তি ও যুদ্ধ
পরস্পর ভাই।
আঙুরের খেত
লকলক করে
যেন গমফুল।
জুডাস কি জানে
তোমার অমরত্ব?
পেরেক বিঁধা হাত
সাক্ষী থাকো হে
ক্রুশের খাম্বা—
মেরী আমার আম্মা
আমি জুডাস নই
আমি তোমার ভাই।