হোম > শিল্প-সাহিত্য > কবিতা

সুপ্রসন্ন ধুন

তপন বাগচী

এই যে দূরের বাঁকে শুয়ে আছে গোপন কান্নারা
সেখানে মিলনফাঁদ গেঁথে থাকে পলির সৌরভে
অপেক্ষারা জমে জমে হয়ে ওঠে সুতীব্র পাথর
আশায় বসত করি—একদিন হবে, সব হবে।

হয়েছে তো, পথিমধ্যে হয়ে গেছে প্রত্যক্ষ সাক্ষাৎ
হৃদয়ের কালি ঘষে জ্বালিয়েছি শীতল আগুন
আর আমি মগ্নতার পেলব জমিতে ধান রুয়ে
নিবিড় চাষের কালে গেয়ে উঠি সুপ্রসন্ন ধুন।

চাষের চৌষট্টি কলা জমা থাকে শরীরের বাঁকে
আদ্যোপান্ত সেই দৃশ্য খাজুরাহো বুকে ধরে রাখে।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন