হিম ঋতব্রত
অলংকরণ : আল নোমানযুগের খচ্চর চড়ে—ব্রাত্য মানুষের পিঠ, কাঁধ, ঘাড়, বুক বেয়ে;
এক চালাক রাখাল বহু ছদ্মনামে হেসে বেড়ায়, ভেসে বেড়ায়।
কালের ডানাকাটা মনেরা মহামারি অসুখের বীভৎস বীজ
মেখে নেয় কান, চোখ ও মগজের সমস্ত পাড়াজুড়ে।
নষ্ট শুক্রাণুদের আহাজারির পর
কারা যেন সারা দিন খচ্চরের হাঁক ছাড়ে...
পেছনে রাখাল খেদায় রাস্তার সমস্ত ঘোড়া ও গাধা।