আমিনুর রহমান সুলতান
শিশুরাই দলবদ্ধ হয়ে দলের সন্ধান করে
যে রকম পাখির দলের ওড়াউড়ি
বৃক্ষের বনের সবুজ প্রকৃতি...
পাখিদের কাছে ওরা শিখে নেয়
ডানা মেলে উড়বার
দূরের আকাশে মেলে দেবার কল্পনার ডানা...
বনের বৃক্ষের কাছে শিশুরা বাঁচার উৎস খোঁজে
বৃক্ষের জন্যই প্রাণ
বৃক্ষরা বাঁচুক দলবদ্ধ, পাখি এবং শিশুরাও।