ফরহাদ নাইয়া
লাল ফ্রক পরা এই সকাল দুপুর হয়েছেগা খুলে বসে আছে রোদতাকে টেনে নিয়ে যাও মাদুরের মতোঅথবা দিন’কে ফোটাও যতক্ষণ না গলে গলে উড়ে যায় বাষ্প হয়ে।মানুষেরা কখনো গলেনি কিংবা ওড়েনিঅথচ তারা সবাই রাতের ভেতরে ঢুকে যাবে নির্ঘাত।