Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

বেনামী কবিতা

ফরহাদ নাইয়া

বেনামী কবিতা

লাল ফ্রক পরা এই সকাল দুপুর হয়েছে
গা খুলে বসে আছে রোদ
তাকে টেনে নিয়ে যাও মাদুরের মতো
অথবা দিন’কে ফোটাও যতক্ষণ না গলে গলে উড়ে যায় বাষ্প হয়ে।
মানুষেরা কখনো গলেনি কিংবা ওড়েনি
অথচ তারা সবাই রাতের ভেতরে ঢুকে যাবে নির্ঘাত।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস