Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

শ্রাবণ সন্ধ্যায়

ওমর কায়সার 

শ্রাবণ সন্ধ্যায়

এই সেই অরণ্যের পাতাঢাকা গোপন নদীটি
যে কিনা নিজের দেহ আগুনের কাছে 
বন্ধক রেখেছে। 
স্রোতের বিপক্ষে গিয়ে যে ধারা নিজের জলে
পিপাসা মেটায়।‌

এই ঘোর দাবানলে পুড়ে পুড়ে
কবিতার শব্দশব যাবে কি ঝরনার কাছে?
যে কিনা নিজের জলে স্নান সেরে 
প্রবাহকে অশুচি করেছে।

এখানে কোথাও ছিল বৃক্ষপূজারির দল, 
তাদের প্রার্থনা ছিল 
বধির আকাশে, দূরে মেঘের মন্দিরে।

এই সেই পঙ্‌ক্তিগুচ্ছ 
যার হাহাকার শুয়ে আছে বৃষ্টিহীন শ্রাবণ সন্ধ্যায়।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস