Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

বেটারি গলি পর্ব

দিপংকর মারডুক 

বেটারি গলি পর্ব

প্রতিদিন, আমি নরকের দরোজা বানাই
কিছু সেলুলয়েড ভর্তি পাহাড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে
মা বলতেন, উপকূল ভালো হবে
তার জন্য রোজগার কর।
সবচেয়ে ভালো হয় বাজারজাত দ্রব্য নির্ধারণ কর!
তবুও আমি বরই পাতার মতন করে রৌদ্রকান্তি ফুল আঁকি—

তবে পাশাপাশি সত্য যে 
আমরা কখনো দেবদূতের শহরে বাস করি নাই
ছিলো ধৃষ্টতা, দ্বন্দ্বের কিছু অভিনব অস্থিরতা
বিষ দেওয়া মাতাল রাতকে ভালোবেসে সম্পর্কের জিজ্ঞাসা
কিংবা সব আবর্জনায় রাখা প্রকাশ্যের প্রকৃতি
তবুও আমি কাব্যিক বৈধতার মতন করে সূর্যের স্নেহ রাখি—

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস