মাসুদ খান
তোমাকে তোমার চেয়ে আরও ভালো জানবে মেশিন।
কখন কোথায় যাও, কী করো, কী ভাবো, কী পড়ো, কী খাও... এই সব প্রচুর ভেরিয়েবল বিবেচনায় এনে তোমাকে তোমার ভাবনা ভেবে দেওয়াবে মেশিন। তারপর তোমারই সিদ্ধান্ত নেওয়াবে তোমাকে, বিকল্পহীন।