বিভুরঞ্জন সরকার
এক শীত সকালে সবিনয়ে
এক মুঠো রোদ্দুর চেয়েছিলে,
সেই থেকে হাত ভরে রোদ্দুর নিয়ে বসে আছি,
তোমাকে দেওয়া হয়ে ওঠেনি।
তুমি উষ্ণতা পেয়েছ
অন্য কোথাও, অন্য কোনো খানে
কোনো এক রৌদ্রস্নাত বসন্ত দিনে।
আমি আছি আর এক শীতের অপেক্ষায়
শীত আবার আসবে,
তখন অন্য কারও হয়তো
লাগবে রোদ্দুর।