Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

এক মুঠো রোদ্দুর

বিভুরঞ্জন সরকার

এক মুঠো রোদ্দুর

এক শীত সকালে সবিনয়ে
এক মুঠো রোদ্দুর চেয়েছিলে, 
সেই থেকে হাত ভরে রোদ্দুর নিয়ে বসে আছি, 
তোমাকে দেওয়া হয়ে ওঠেনি।
 
তুমি উষ্ণতা পেয়েছ
অন্য কোথাও, অন্য কোনো খানে
কোনো এক রৌদ্রস্নাত বসন্ত দিনে।
 
আমি আছি আর এক শীতের অপেক্ষায় 
শীত আবার আসবে, 
তখন অন্য কারও হয়তো 
লাগবে রোদ্দুর।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস