হোম > শিল্প-সাহিত্য > কবিতা

সময়ের কাজ

অমিত গোস্বামী

জীবন পালটে গেছে,
ব্যর্থতার সাথে পরিচয় পড়ন্ত বেলায় চুপিসারে,
আগুন বিদ্রোহ করে অন্তরের গভীরে, ছুটে যেতে চায় অরণ্যে
দাবানল সহসা নিভে যায়, কথা ভেসে ওঠে–সময়ের কাজ সময়ে করতে হয়।

যত দিন বেঁচে আছি
নতুন শস্যের গন্ধ ভরে তোলে মন নিজের মতন
তবু ক্লান্তি গ্রাস করে, ভস্মের মতো ছাই হয়ে যায় প্রেমিক হৃদয়
কাল চলে ঈশারায়, কে যেন বলে ওঠে—সময়ের কাজ সময়ে করতে হয়।

কিছুই কি করি নি আমি
তোমার জন্যে? তুলে কি আনি নি মাটি, নক্ষত্রের আলো,
অক্ষত ঝড়, ভালো কি বাসি নি? তবু তুমি বলো–কপালের দোষ
কালো মেঘ আকাশে ফোঁপায়, মেঘ বলে-সময়ের কাজ সময়ে করতে হয়।

রাত্রি আর আঁধারের মাঝে
যে প্রদীপ জ্বলেছিল সন্ধেবেলায়, জ্বলে জ্বলে নিভে গেছে
এখন গভীর রাত, কালো দুটি পাখা দেখা দিয়ে যায় প্রতিদিন ঘুমে
ভাষা ফোটে তুমুল ব্যথায়, জেগে উঠে বলি—সময়ের কাজ সময়ে করতে হয়।

জীবনের আস্বাদ এক, স্বাদহীনতায় কথা একই—সময়ের কাজ সময়ে করতে হয়।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস