হোম > শিল্প-সাহিত্য > কবিতা

কফিনামা

ম. রাশেদুল হাসান খান

এক মগ কফি, কি! শুধুই কফি-
নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল, 
আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়। 
চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন, 
সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি
এইতো কফি! 

এসপ্রেসো, অ্যামেরিকানো, কাপ্পোচিনো, টার্কিশ কিংবা লাতে
 তৈরী হয় সবই একই রূপে-
সুনিপুণ বারিস্তার দক্ষতা ও পেশাদারিত্বে। 
পেয়ালাতে ঠোট ছোঁয়ালেই, উষ্ণতা অথবা হিমতার আবেশে, 
ক্লান্তি, নিরসতা, অলসতা কাটে তীব্র ক্যাফেইনে। 

সম্পর্ক জোড়ায়, ভাব-প্রকাশে, আবেগে কফি-প্রস্তাবেতো বটেই
পেশাদারিত্বের প্রয়োজনেও-মনের দুয়ার খুলে
তাইতো বসতে হয় মুখোমুখি কফি-ভর্তি কাপে।

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস

আমি জুডাস নই যিশু, আমি তোমার ভাই

সেকশন